শহীদ রাজুর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর সরকারি কলেজে তাঁর কবরে ছাত্রলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়।
১৯৯০ সালের এ দিনে বুলেটের আঘাতে চাঁদপুরের মেধাবী ছাত্র নেতা রাজু নিহত হন।
এ সময় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন মিয়াজী, সদ্য সাবেক প্রচার সম্পাদক সোলায়মান হোসেন রাজু, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন সঞ্জিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান মিশু, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক উত্তম দে, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রনি, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফরহাদ খান, শহর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন গাজী, সহ-সভাপতি হাবিব গাজী, মুনসুর পাটওয়ারী, আল-আমিন মিয়াজী, আমজাদ হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ গাজী মুন্না, সাংগঠনিক সম্পাদক অনিক সরকার, অর্থ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, অথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক রানা খান, স্কুল বিষয়ক সম্পাদক দেওয়ান ইমরান, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক কাঞ্চন মিজি, সদস্য মো. আলী, দৃষ্টান্ত, আফজাল, গবিন্দ, শুভ, শাহিন গাজী, মেহেদী হাসান, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের অর্থ আরাফাত শাহিন, সদস্য সিয়াম হোসেন হ্নদয় আবরার হাসান তমির, তামিম হোসেন, আদনান আব্দুল্লাহ, হাবিবুর রহমান বাবু, জিয়া উদ্দিন, ফিসারী ডিপ্লোমা ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা মো. আশরাফুল ইসলাম, রিয়াদ, ভকেশনাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ, মুন্নাসহ বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ রাজুর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।
পরে শহীদ রাজুর রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। এছাড়া বিভিন্ন সংগঠন শহীদ রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur