Home / আন্তর্জাতিক / বিশ্বের সবচেয়ে কম অপরাধের দেশ কাতার
বিশ্বের সবচেয়ে কম অপরাধের দেশ কাতার

বিশ্বের সবচেয়ে কম অপরাধের দেশ কাতার

অপরাধের হার বিবেচনা করলে কাতারই বিশ্বের সবচেয়ে উন্নত দেশ। কারণ কাতারের অপরাধের মাত্রা বিশ্বের সবচেয়ে কম।

মঙ্গলবার কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। কাতারের উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ কাতার শুধু নিরাপদ দেশই নয়, বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে তুলনায় দেখা যায় এ দেশটির অপরাধের মাত্রাও কম।

সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল ক্রাইম ইনডেক্স-এর বার্ষিক প্রতিবেদন। তার ভিত্তিতে দেখা যায়, কাতার বিশ্বের অপরাধের কম মাত্রার হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে।

ওয়ার্ল্ড পিস ইনডেস্ক-এর ২০১৬ ও ২০১৭ সালের রিপোর্টে দেখা যায়, কাতার উপসাগরীয় ও আরব দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এর কারণ হিসেবে দেশটির উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা ও অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা প্রধান ভূমিকা রাখে।

তবে শুধু অপরাধের হারের ক্ষেত্রেই নয়, মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা (পিপিপি) অনুযায়ী কাতার বিশ্বের সবেচেয়ে ধনী দেশ। কাতারের মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা ১ লাখ ২৪ হাজার ৯৩০ মার্কিন ডলার। শীর্ষ স্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দাম কমায় গত এক বছরে কাতারের মাথাপিছু আয় ১৫ হাজার ডলারে মতো কমেছে।
এছাড়া সৌদি জোটের অবরোধের কারণেই কাতারের ওপর বিরুপ প্রতিক্রিয়া পড়ছে।

নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ সময় ৪:২০ পি.এম ৩০ বৃহস্পতিবার, নভেম্বর ২০১৭,
এএস

Leave a Reply