চাঁদপুর জেলা সরকারি গাড়ি চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মানিক।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের অস্থায়ী কার্যালয়ে সকলের সম্মতিক্রমে সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় রয়েছেন মোঃ আব্দুল কাদের মিয়া।
ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মানিক বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সমিতির সকল সদস্য ও শুভানুধ্যায়ীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
চাঁদপুরে সরকারি গাড়ি চালক সমিতি একটি শক্তিশালি সংগঠন। আর এই সংগঠনকে আরো গতিশিল করতে সকলে সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।
বদলিজনিত কারণে মাহবুবুর রহমান চৌধুরী চাঁদপুরে না থাকায় মো. মানিক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: পডেট, বাংলাদেশ ১০ : ০৩ পিএম,২০ নভেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur