চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক বাদশা হাওলাদারের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা এ মিষ্টি বিতরণ করেণ।
এর আগে ১৮ নভেম্বর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহানুর বেপারী শানু স্বাক্ষরিত এক পত্রে দীর্ঘদিন পর বাদশা হাওলাদারের বহিস্কারাদেশ পত্যাহার করে নেয়া হয়।
প্রত্যাহার পত্রে উল্লেখ করা হয় আগামী দিনে দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কাজে লিপ্ত না হয়ে সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে সুষ্ঠ রাজনীতিতে কাজ করবেন বাদশা হাওলাদা। অতীতের মতো সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে বাদশা হাওলাদার জানায়, আমি শহীদ জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে জাতিয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে নাম লিখিয়েছি। অতিথের মতোই আগামী দিনেও চাঁদপুর জেলা বিএনপির কান্ডারি ও জেলা বিএনপির সুযোগ্য আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় কর্মী হিসেবে রাজপথে থাকবো।
করেসপন্ডেন্ট
: পডেট, বাংলাদেশ ১১: ৫৩ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur