চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নের বেপারী বাড়ির যুবক জহির হোসেন (৩২) মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার জহুর বার প্রদেশে রোববার (১২ নভেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
তিনি ওই ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামের অলি মিয়া বেপারীর ২য় ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহত জহিরের বাড়িতে বইছে শোকের মাতম।
তার মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত জহিরের বড় ভাই কবির হোসেন সাংবাদিকদের জানান, নিজের ভাগ্যান্বেষণে প্রায় ১১ বছর পূর্বে জহির মালয়েশিয়ায় পাড়ি জমায়। আগামী বছর তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু সাবাইকে ছেড়ে ১২ নভেম্বর রাতে মালয়েশিয়া থেকে ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই।
নিহত জহিরের স্ত্রী রাবেয়া বেগম জানান, জান্নাত নামে তাদের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ ১০ :৩৩ পিএম, ১৪ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur