প্রধানমন্ত্রী কর্তৃক রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধন উপলক্ষে বিটিভি থেকে সম্প্রচারিত অনুষ্ঠান চাঁদপুরে বড় পর্দায় প্রচার করা হয়েছে।
শনিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিটিভি থেকে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রচার হয়।
এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, চাঁদপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ,শিক্ষার্থীবৃন্দ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur