চাঁদপুরে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে খাওয়ানো চারটিখানি কথা নয়। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে। গত আড়াই মাসে এক জন রোহিঙ্গা না খেয়ে বা চিকিৎসার অভাবে মরে নাই।’
শনিবার (১১ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, এ সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।
ত্রাণমন্ত্রী রোহিঙ্গার বিষয় নিয়ে বেগম জিয়ার উদ্দেশ্যে বলেন, বিদেশে চিকিৎসার নামে কি পরিকল্পনা করেছে। তা আল্লাহ ভাল জানে। তিনি সুস্থ্য রাজনীতিতে ফিরে আসুক এটা আমাদের কামনা। রোহিঙ্গাদের ত্রাণের নামে দুই ঘন্টার রাস্তা ৭দিন আটকে রেখে মানুষের ভোগান্তির সৃষ্টি করেছে। নিজের গাড়ি লোকদের দিয়ে ভেঙ্গে, সাংবাদিকদের পিটিয়ে সরকারের উপর দোষ চাপিয়ে নাটক তৈরি করেছেন।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। চলতি বছরে ৫টি ভয়াবহ বন্যা আমরা মোকাবেলা করেছি। বাংলাদেশ বর্তমানে খাদ্যে সয়ংসম্পূর্ণ। ২০১৮ সালের মধ্যে একটি ঘর বিদ্যুৎ বিহিন থাকবে না। আসুন আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি।’
পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা শামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে ও জেলা কমিউনিটি পুলিশিং এর প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন এবং পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড.এম এম মনির-উজ-জামান বিপিএম,পিপিএম,পুলিশ হেডকোয়ার্টাসের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুদ হোসেন,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ,মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাও.আব্দুর রহমান। গীতা পাঠ করেন সুখরঞ্জন বর্মচারী।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ৭ : ০৩ এএম, ১১ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur