চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বক্সগঞ্জ নতুন বালুর মাঠে শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে স্থানীয় যুবদের উদ্যোগে এলইডি ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর( বিকেলে বাঁচাইয়া বনাম বক্সগঞ্জ একাদশের মধ্যে এ ফাইনাল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও খেলা আয়োজক কমিটির সদস্য মোঃ সুমন মিয়াজীর পরিচালনায় ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. এমএ খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য মোঃ সফিকুর রহমান খান, ইউপি সদস্য ইসমাইল হোসেন চৌধুরী রতন, কুয়েত মহানগর শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার সামগ্রী বিতরণ করেন।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১ : ১৩ পিএম, ১০ নভেম্বর, ২০১৭ শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur