‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এ শ্লোগানে চাঁদপুর জেলা ট্র্রাফিক পুলিশের আয়োজনে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের কালীবাড়ি মোড়ে পুলিশ বক্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আফজাল হোসেন। তিনি বক্তব্যে বলেন, নিরাপদে যাত্রীদের বাড়ি ফেরানোর দায়িত্ব চালকদের। চালকদের ভুলের কারনে যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। তাই চালকদের নিরাপদে গাড়ি চালাতে হবে। চালকদের ট্রাফিক আইন মানতে এবং বুঝতে হবে। আইন মেনে গাড়ী চালাতে হবে। তাহলে যাত্রীরা নিরাপদে বাড়ি পৌঁছতে পারবেন।
জেলা ট্রাফিক ইন্সেপেক্টর (টিআই) নাছির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সেপেক্টর (টিআই) ফয়সাল আহমেদ, বিআরটিএ ইনেসপেক্টর মো. জিয়াউল ইসলাম, জেলা ট্রাক, কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সদর উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মারুফ আনাম।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ৮:১৩ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur