চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবার ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসার হল রুমে সোমবার (৩০ অক্টোবর) ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং নির্নয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
হ্যালপিং গ্রুপ অব বাংলাদেশের সহযোগিতায় এই কার্যক্রমে ৬৫০ জন শিক্ষার্থীকে ফ্রি মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএর সাবেক সভাপতি ডাঃ হারুন অর রশিদ সাগর।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, জীবন বাঁচাতে সবার রক্তের গ্রুপ জানা প্রয়োজন। কারন যে কোন সময় আমাদের আত্মীয়-স্বজনসহ যে কেউ অসুস্থ্ হয়ে যেতে পারে, তাদের রক্তের প্রয়োজন হতে পারে। তখন জরুরি সময়ে রক্তের গ্রুপটি জানা থাকলে দ্রুত সময়ের মধ্যে রোগিকে রক্ত দিয়ে তার জীবন বাঁচানো যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাসসের জেলা প্রতিনিধি আবদুস সালাম আজাদ জুয়েল, ওয়ার্ড মেম্বার শহিদুল্লাহ মিজি, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম তপাদার, ফারুক বেপারি, মিলন মিজি।
স্বাগত বক্তব্য রাখেন হ্যালপিং গ্রুপ অব বাংলাদেশের সমন্বয়ক মেহেদি হাসান। অনুষ্ঠানের সার্বিক ত্বত্তাবধানে ছিলেন আবদুল্লাহ আল মামুন আরিফ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ১ : ০০ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur