Home / সারাদেশ / ইউনেস্কোর অধিবেশনে যোগ দিতে শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগ
File photo
ফাইল ছবি

ইউনেস্কোর অধিবেশনে যোগ দিতে শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগ

শিক্ষামন্ত্রী এবং ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ সংস্থাটির ৩৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার (২৮ অক্টোবর) ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি রোববার (২৯ অক্টোবর ) ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

তিনি মঙ্গলবার (৩১ অক্টোবর) লিডার্স ফোরামে জেনারেল পলিসি ডিবেটে অংশ নিবেন। শিক্ষামন্ত্রী ই-নাইন মন্ত্রী পর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন।

সাধারণ অধিবেশন অংশগ্রহণের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়নে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিবেন। এসডিজি সংক্রান্ত অন্যান্য সভায়ও তিনি অংশ নিবেন।

শিক্ষামন্ত্রী ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম.শহিদুল ইসলাম,বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো.মঞ্জুর হোসেন রয়েছেন। আগামী ১১ নভেম্বর শিক্ষামন্ত্রী দেশে ফিরবেন।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২৯ অক্টোবর ২০১৭.রোববার
এজি

Leave a Reply

Copyright : Chandpur Times | চাঁদপুর টাইমস © 2025