Home / সারাদেশ / চাঁদপুরে বিভিন্ন জেলার সমাজকর্মীদের মিলনমেলা
চাঁদপুরে বিভিন্ন জেলার সমাজকর্মীদের মিলনমেলা

চাঁদপুরে বিভিন্ন জেলার সমাজকর্মীদের মিলনমেলা

চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মীদের আয়োজনে শনিবার (২৮ অক্টোবর) দেশের বিভিন্ন জেলা সমাজকর্মীদের মিলনমেলা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।

তিনি বলেন আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে থাকতে । আপনাদের দাবি-দাবা পুরণ করতে আমি সহযোগিতা করব। সমাজকর্মী দেশে উন্নয়ন একটা বিরাট ভূমিকা রাখে।

চাঁদপুর সদর উপজেলার সমাজকর্মী, মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্যে রাখেন বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহ কামাল চৌরী, ভাইস-প্রেসিডেন্ট মো. শরাফত হোসেন, যুগ্ম মহাসচিব মো. রবিউল ইসলাম, মো. মোদাচ্ছের হোসেন ।

চাঁদপুর সদর উপজেলার সমাজকর্মী মো. রবিউল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি মো.শামছুল উদ্দিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি মাহবুবুর আরেফিন।

এসময় অন্যন্যাদের মধ্যে রক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার সমাজকর্মী মো. জলিলুর রহমান, ফারজানা আক্তার, মো: হজরত আলী, মো: কামরুজ্জামান, মো সাহেব আলীসহ বিভিন্ন জেলার বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় সমাজকর্মীদের পদবী পরিবর্তন এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিবেদক : আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ২ : ০০ এএম ২৯ অক্টোবর ২০১৭,রোববার
এইউ

Leave a Reply