চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর আরাজি বালিয়া গ্রামে পানিতে ডুবে জোবায়ের নামে ১৪ মাস বয়সী এক শিশুর করুন মুত্যু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ওই গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত শিশু ওই বাড়ির খালেক খানের ছেলে।
পরিবারের লোকজনের কাছে জানা যায়, শনিবার দুপুরে জোবায়ের হোসেন তার মায়ের সাথে চান্দ্রা চৌরাস্তা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে তার মা আসর নামাজ পড়ার সময় এরফাঁকে শিশু জোবায়ের ওই বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে করতে পরিবারের লোকজনের চোখের আড়াল হয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়।
এদিকে পরিবারের লোকজন তাকে অনেক্ষণ ধরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ৮ : ৫০ পিএম, ২৮ অক্টোবর, ২০১৭ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur