চাঁদপুর আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত লক্ষীপুর, নারায়নগঞ্জ ও কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেনম খলিশাডুলী শেখ বাড়ীর ০১। মোঃ সুমন শেখ, কুমিল্লা জেলার, মো. সেফায়েত উল্লাহ(২৮), মো. মাহবুল হক (২৫) ও মো. সাদ্দাম (২৫)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গত ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত লক্ষীপুর, নারায়নগঞ্জ ও কুমিল্লা জেলায় অভিযান চালায়। সূত্র থেকে আরো জানা যায়, তারা মটোরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের স্বীকারোক্তি মোতাবেক কুমিল্লা জেলার বড়ুরা থানা এলাকায় সংঘটিত দুইটি মোটরসাইকেল চুরির রহস্য উন্মোচন হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চোরাই যাওয়া মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১:৫৩ পিএম, ২৫ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur