চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নে প্রশাসনের নিষেধাজ্ঞা অম্যান করে ড্রেজারে ফসলি জমি থেকে বালি উত্তোলন করায় মো. আলী নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার চরদু:খিয়া মৌজা হতে মো. আলী, পিতা. হাসমত উল্ল্যাহ সাং চরদুঃখিয়া অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নিজ মালিকানাধীন ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মটি উত্তোলনে আইনত নিষেধাজ্ঞা থাকায় তাকে একাধীক বার মাটি উত্তোলন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া এনিয়ে পাশ^বর্তী জমির মালিকদের অভিযোগ ছিলো।
নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে জরিমানা ও ড্রেজার মেশিনটি ইউপি চেয়ারম্যান হাসানাত আব্দুল হাইয়ের জিম্মায় দেওয়া হয়।
প্রতিবেদক-আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ ১১:৫৩ পিএম, ১৭ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur