Home / চাঁদপুর / সবার সহযোগিতা ব্যতীত উন্নয়ন সম্ভব নয় : চাঁদপুর জেলা প্রশাসক
city-of-hilsha
Chandpur City Of Hilsha Dreamer & Creator Md. Abdus Sabur Mandal

সবার সহযোগিতা ব্যতীত উন্নয়ন সম্ভব নয় : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের ওপর সচেতনতামূলক কর্মশালা মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল।

জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মোশারফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.সফিকুল ইসলাম। কর্মশালায় বিষয়বস্তুর ওপর প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন কর্মসূচির প্রধান ড.মাহবুবুর রশিদ।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী সালাহউদ্দিন,পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রভাষক মো.আনোয়ারুল হক ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওচমান, মঈনুল হাসান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবুল কালাম পাটওয়ারী, তমাল কুমার ঘোষ প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ১৭ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply