ব্রিটিশ বিরোধী আন্দোলন ও কমিনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডলের মৃত্যুতে জাতীয় সমাজতান্নিক দল (জাসদ),চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো.হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত,কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডল ৯৫ বছর বয়সে সোমবার ভোর ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ…রাজিউন)। রেল শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলাসহ একাত্তরে ভারতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে অসামান্য অবদান রেখেছেন ।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২৮ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। তিনি ১৯২২ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি। দেশভাগের পর পাবনার ঈশ্বরদীতে চলে আসেন।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪:১০ পিএম,৭ অক্টোবর ২০১৭,শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur