চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচচ বিদ্যালয়ের ধান শিক্ষক মরহুম মোঃ হুমায়ুন কবির পাটওয়ারীর স্মরণে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শনিবার বিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মরহুম হুমায়ুন কবির পাটোয়ারীর বড় ভাই প্রাক্তন প্রধান শিক্ষক আলী আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র ফাহিমুল ইসলাম শশীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল হক, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল পাটোয়ারী, সমাজসেবক মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, দাতা সদস্য আতাউর রহমান পাটোয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা বেগম, বালিয়া উবি’র প্রধান শিক্ষক আঃ মালেক পাটোয়ারী, ফরাক্কাবাদ উবি’র প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, বালিয়া বাজার উবি’র প্রধান শিক্ষক কামরুল ইসলাম, রঘুনাথপুর হাজী করিম খান উবি’র প্রধান শিক্ষক, আশ্রাফ উদ্দিন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ ওয়ালি উল্যাহ, আওলাদ হোসেন, মনির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, প্রাক্তন ছাত্র ইকবাল হোসেন, মোঃ মাজেদ, ইজাজ মাহমুদ, নুর মোহাম্মদ, ইমরান হোসেন, নাজমুল ইসলাম, সোহেল গাজী, ইব্রাহিম হোসেন, সুমন ত্রিপুরা, হাবিবুর রহমান মোল্লা।
অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুসরাত আক্তার প্রমুখ। স্মরণ সভায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সভা শেষে মরহুমের বিদেহী মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা ওয়ালি উল্যাহ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
: : আপডেট, বাংলাদেশ ১১:২৩ পিএম, ০৩ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ