চাঁদপুর ফরিদঞ্জে আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা ও নতুন অফিস শনিবার (২০ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে। বিকেলে ওয়াপদা মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সহ সভাপতি শাহ আলম শেখ, হাফিজ আহম্মেদ, আলী হায়দার পাঠান টিপু, জিএস তছলিম, ইকবাল হোসেন মিঠু, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূইয়া, মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, মনির হোসেন, অর্থ সম্পাদক ফারুক পাটওয়ারী, দপ্তর সম্পাদক অহিদ পাটওয়ারী, জহিরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মো. রসু মিয়া, প্রকাশনা সম্পাদক এস এম ফজলে রাব্বী, সহ প্রকাশনা সম্পাদক রুবেল সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সরকার, ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান মাষ্টার, বন ও পরিবেশ সম্পাদক জহিরুল ইসলাম ভূইয়া, সাহিত্য সম্পাদক মোস্তফা কামাল মুকুল, তথ্য বিষয়ক সম্পাদক তপন চন্দ্র মজুমদার, সহ মহিলা সম্পাদিকা তাছলিমা বেগম, সদস্য রিয়াজ উদ্দিন ফরিদী, হারুনুর রশিদ খান, জসিম উদ্দিন, আহসান হাবীব মামুন, শাহাদাত হোসেন, আলাউদ্দিন পাটওয়ারী, মোশারফ হোসেন, মাসুদ ভূইয়া, জহির হোসেন মিজি, সুমন আহম্মেদ, মোজাম্মেল হক আজম, বারাকত উল্ল্যাহ পাটওয়ারী, সফিকুর রহমান, কাউছার হামিদ প্রমুখ।
উল্লেখ্য সাবেক ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে গঠিত আওয়ামী লীগের গুণীব্যক্তিদের স্মরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত উক্ত সংগঠনের পরিচিতি সভায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় আওয়ামী লীগের প্রাক্তণ বিভিন্ন পর্যায়ের মরহুম নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur