চাঁদপুরের ফরিদগঞ্জে খেলার ছলে নিজ বাসার ২য় তলার ছাদ থেকে পড়েও বুধবার (২৭ সেপ্টেম্বর)দুপুরে ভাগ্যক্রমে বেঁচে গেলো রাইসা আক্তার নামে দু’বছর বয়সী শিশু রাইসা । চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার দেইচর গ্রামের সরদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহত রাইসা ওই বাড়ির দেলোয়ার হোসেন সরদারের শিশু কন্যা। তাকে প্রথমে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডা.নুরে আলম তার অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা হাসপাতালে প্রেরণ করেন।
শিশু রাইসার মা লাকী বেগম জানায়, তিনি বুধবার সকালে সংসারিক কাজের জন্যে তার মেয়েকে ঘরে রেখে বাড়ির পুকুরে যান। এরই ফাঁকে রাইসা কান্নাকাটি করলে তার দাদী তাকে খেলাধুলা করার জন্যে দরজার বাহিরে ছেড়ে দেয়।
রাইসা সবার অজান্তে সিঁড়ি বেয়ে বাসার ছাদে উঠে পড়ে। হঠাৎ তার চিকিৎকারের শব্দ শুনে দৌড়ে গিয়ে বুঝতে পারেন শিশু রাইসা ছাদ থেকে নিচে পড়ে গেছে। এতে সে মাথায়, চোখে এবং শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
কবির হোসেন মিজি
: : আপডেট, বাংলাদেশ ৯: ০৩ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur