Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / দু’সাংবাদিকের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের দায়ের করা মামলা খারিজ
দু’সাংবাদিকের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের দায়ের করা মামলা খারিজ

দু’সাংবাদিকের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের দায়ের করা মামলা খারিজ

চাঁদপুরে দু’সাংবাদিকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্ব) দুপুরে মামলাটি খারিজ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সফিউল আজম।

মামলা থেকে অব্যাহতি পাওয়া সাংবাদিকরা হলেন, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু। মানহানী এই মামলার বাদী ছিলেন হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন। মামলা নং জিআর ১৩৯/১৩ইং। দন্ডবিধি-৫০০/৫০১।

মামলার সাংবাদিকদের পক্ষের আইনজীবী মো. সাইফুল ইসলাম মোল¬্যা বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন যাবৎ সাক্ষ্য উপস্থাপন করতে ব্যার্থ হওয়ায় এবং বাদী অনুপস্থিত থাকায় মামলাটি খারিজ করার আবেদন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।’

মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৩ সালে ৭ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নেয়। বাদী ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন এর বিরুদ্ধে গত ১৪/৮/২০১২ সনে হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবসমাজ পত্রিকায় ‘ভিজিএফের চাল বিতরণে অনিয়ম/ ইউপি চেয়ারম্যান লিটনের পকেটে তথ্য সেবা কেন্দ্রের লক্ষাধিক টাকা/ চেকের টাকা আত্মসাৎ- শিরোনামে কয়েকটি সংবাদ প্রকাশ করে।

ওইসব সংবাদের সূত্র ধরে ইউপি চেয়ারম্যান সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু এর বিরুদ্ধে ৫০ লাখ টাকা মানহানির অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী বা তার পক্ষের আইনজীবী উপস্থিত না থাকা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে মামলা থেকে অব্যাহতি পাওয়া সাংবাদিক মুন্সী মোহাম্মদ মনির ও মনিরুজ্জামান বাবলু বলেন, ‘ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করায় সাবেক ওই ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: : আপডেট, বাংলাদেশ ৯: ২৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply