মতলবের সাবেক এমপি মুক্তিযোদ্ধের সংগঠক মরহুম ফ্লা.লে.এবি সিদ্দিকের ৫ম মৃত্যুবার্ষিকী এবি সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (২৪ সেপ্টেম্বর) বিজয় ভবনে বেলা ১১ টায় শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ সায়েদের সভাপতিত্বে ও মতলব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান,স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মতলব শাখার আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু,মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান,সাধারণ সম্পাদক বি.এইচ.এম কবির আহম্মেদ ।
আরো বক্তব্য রাখেন কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল,মহিলা আওয়ামী লীগের নেত্রী সাবেক কাউন্সিলর আসমা আক্তার আখি,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্যাহ সরকার,মুক্তিযোদ্ধা নুরুল আলম ভেন্ডার,মরহুম এ.বি.সিদ্দিকের পুত্র জাবেদ সিদ্দিকি,প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা,ছাত্রলীগের আহ্বায়ক কামাল হোসেন দেওয়ান।
শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন ফ্লা.লে.এবি সিদ্দিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী। কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার।
শোক সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম মাওলানা মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল ভট্টাচার্জ,সদস্য জহির খান, মতলব পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা সহ মতলবের সুধীজন,মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম ২৪ সেপ্টেম্বর, ২০১৭,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur