‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে হাজীগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা’র) দিনব্যাপী ‘সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা শাখার আয়োজনে হাজীগঞ্জের আলীগঞ্জে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) এর প্রশিক্ষণরত শিক্ষকদের অংশ গ্রহণে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিটিআই হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, পিটিআই সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদিন, বিআরটিএ জেলা সহকারি পরিচালক শেখ মো. ইমরান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন।
জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, ওসি (তদন্ত) আবদুল মান্নান, হাজীগঞ্জে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাহবুবুল আলম চুননু, বর্তমান সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, স্থানীয় কাউন্সিলর মো. আজাদ হোসেন প্রমূখ।
নিরাপদ সড়ক চাই’র জেলা সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন, মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
নিরাপদ সড়ক চাই হাজীগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায়, উপজেলা আহবায়ক এস. এম চিশতী ও সদস্য সচিব মহিউদ্দিন আল আজাদসহ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন এবং নিরাপদ সড়ক চাই’র জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নিসচার হাজীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
২৭ সেপ্টেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur