“শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করুন -প্রতিপাদ্যে চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উযাপিত হয়েছে ৪ নভেম্বর সোমবার । মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুরের আয়োজনে রোটারী ভবনে এ অনুষ্ঠান হয়।
এ সময় আনন্দঘন পরিবেশে শিক্ষকদের সম্মাননা প্রদান ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি হোসনে আরা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো.মহসিন রেজা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুলাল চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো.মোশারেফ হোসেন।
চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মুজোম্মেল পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ও অবসর প্রাপ্ত শিক্ষক এবং দীর্ঘ শিক্ষক আন্দোলনে অবদান রাখার জন্যে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয় কলেজ শিক্ষক সমিতি চাঁদপুরের সভাপতি ড.মো.আলমগীর কবির পাটওযারি, সাধারণ সম্পাদক সাফায়েত আহমেদ ভূঁইয়া, প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন,শিক্ষক নেতা ও মুক্তিযোদ্ধা জযনাল আবদীনকে ।
কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো.মোশারেফ হোসেন ও জেলা বারের সদস্য অ্যাড.মুজিবুর রহমান কে আমন্ত্রিত অতিথি ক্রেস্ট প্রদান করা হয় ।
বার্তা কক্ষ , ৪ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur