দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল আবার চালু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে এ লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ পরিবহন পরিদর্শক (সদরঘাট) দিনেশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় ঘণ্টার পর দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সমুদ্র বন্দরসমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। মূলত সে কারণে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।
উল্লেখ্য, সদরঘাট থেকে দেশের বিভিন্ন স্থানে ৪৩ টি রুটে লঞ্চ চলাচল করে। ঈদের সময় ৩০ থেকে ৩৫ লাখ লোক সদরঘাট দিয়ে নদীপথে গ্রামের বাড়িতে যান।
বার্তা কক্ষ
২ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur