চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ করার সময় ৯ জেলেকে আটক করেছে নৌ-থানা পুলিশ। আটক ৯ জনের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় জরিমানা করা হয় এবং বাকি ৬ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃৃহস্পতিবার ১৭ অক্টোবর দুুুপুরেে চাঁদপুুর নৌ থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্জ্বল হোসাইন।
১ বছর করে সাজা প্রাপ্তরা হলেন : খালেক মোল্লা (৪৬), শরীফ (১৭), হারুন (৪৫), জাকির মিজি (৪৪),শাহাবুদ্দিন (৩৫) মজিবুর রহমান (৪০)। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আসিফ (১৩), নয়ন (১২)উদয় ইসলাম (১৪) কে ৫ হাজার টাকা করে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নৌ-ফাড়ির অফিসার্স আবু তাহের জানান, সকাল ৭ টায় রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি চর এলাকায় অভিযান চালিয়ে মাছ আহরণ কালে ৯ জেলেকে আটক করা হয়। এসময় ১শ’ ৮০ কেজি ইলিশ ৩০ হাজার কারেন্ট জাল ও ২ টি ইন্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় ও বাকি ৬ জেলেকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।
প্রসঙ্গত, ৯ থেকে ৩০ অক্টোবর ২২ দিন ব্যাপি চাঁদপুুরের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত ১ শ কি.মি এলাকায় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
তবে অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ নিধন করেই চলছে। এদিকে প্রতিদিনই মাছ আহরণ কালে নৌকা, মাছ ও জাল সহ জেলে আটক হলেও থামছে না মা ইলিশ নিধন।
মাজহারুল ইসলাম, ১৭ অক্টোরব,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur