ফরিদগঞ্জে জাহেদা আক্তার মিশু হত্যার ঘটনায় মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় প্রধান আসামীসহ ৩ জনকে আটক করেছে। নারিকেল তলা এলাকার একটি বাগান থেকে সুজন (২০) ও আমজাদ (২০)কে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে বলে ওসি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান।
বিভিন্ন সূত্র জানায়, হত্যাকান্ডে সাথে খুনি সুজন একক জড়িত থাকলেও আসামীর কাতারে অতিরিক্ত ৪ জনকে জড়ানো হয়েছে। অতিরিক্ত আসামীদেও জড়ানো ঠিক হয়নি বলে ওসি সত্যতা স্বীকার করেন।
প্রসঙ্গত, সোমবার উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চর মঘুয়া গ্রামের হরমন আলী বেপারী বাড়ির সেলিম ওরফে সাদ্দামের মেয়ে জাহেদা আক্তার মিশুকে নিজ বসত ঘরে মাদক সেবি সুজন কুপিয়ে হত্যা করে।
থানার ওসি আব্দুর রকিব জানান, ৫ জনকে আসামী করে জাহেদা আক্তার মিশুর মা ছালেহা বেগম একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশের চৌকশ অভিযানের কারণে দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামীকে আটক করতে সক্ষম হন।
মো.শিমুল হাছান
৩০ জুলাই ২০১৯
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur