Home / জাতীয় / নোবেল নয়, মানুষের ভালোবাসাই বড়: প্রধানমন্ত্রী
Hasina-Nari
ফাইল ছবি

নোবেল নয়, মানুষের ভালোবাসাই বড়: প্রধানমন্ত্রী

নোবেল পুরস্কার নয়, দেশের মানুষের ভালোবাসাই বড় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নোবেল পুরস্কার নয়, দেশের মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী লন্ডনে তার হোটেলকক্ষে যুক্তরাজ্য ও ইউরোপীয় অন্যান্য দেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা বাঙালি জাতি যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। ফলে কোনো সমস্যা দেখা দিলে আমরা কখনো ভয় পাই না।

জাতিসংঘ সাংধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো কোনো সমস্যা দেখে ভয় পায় না এবং মিয়ানমার থেকে নির্মমভাবে তাড়িয়ে দেয়া লাখ লাখ লোক বাংলাদেশে চলে আসা সত্ত্বেও এ দেশ এগিয়ে যাবে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৫ : ৩০ পিএম, ০৬ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ

Leave a Reply