Home / চাঁদপুর / ৭০ কোটি ৩০ লাখ টাকায় চাঁদপুর গণপূর্তের ১৪ প্রকল্প চলমান
PWD Ghonpurto
চাঁদপুর গণপূর্ত বিভাগ

৭০ কোটি ৩০ লাখ টাকায় চাঁদপুর গণপূর্তের ১৪ প্রকল্প চলমান

চাঁদপুর গণপূর্ত বিভাগ চলতি ২০১৮ -২০১৯ অর্থবছর ১৪ টি প্রকল্প সরকারিভাবে বাস্তবায়ন করছে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭০ কোটি ৩০ লাখ ২ হাজার টাকা কোটি টাকা।
এটি চাঁদপুরের বিগত কয়েকটি বরাদ্দের মধ্যে সর্বোচ্চমূল্যের তালিকায় উঠেছে।

এর মধ্যে ২০১৮-২০১৯ অর্থবছরে এসব প্রকল্প সম্পন্ন হওয়ার কথা চাঁদপুর টাইমসকে গণপূর্ত বিভাগ জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর গণপূর্ত বিভাগ সবক’টি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে । চাঁদপুর পুলিশ লাইনের ভেতর দো-তলা বিশিষ্ট মহিলা পুলিশ ব্যারাক নির্মাণে ৩ কেটি ৬৫ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় হচ্ছে।

দেশের বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের অধীন চাঁদপুরের ১ টি নির্মাণে ২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে হচ্ছে। চাঁদপুর জেলায় এন এস আই অফিস নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা।

দেশের ৪০ টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলারটির নির্মাণ ব্যয় ৩৫ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা।

দেশের ১৩ টি নদীবন্দরে প্রথমশ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলায় ১টি ডরমেটরি নির্মাণ ব্যয় হচ্ছে ২ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

৬ জেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলায় ১টি পাবলিক লাইব্রেরি নির্মাণ ব্যয় হচ্ছে ৫ কোটি ৫৪ লাখ ৫২ হাজার টাকা ।

১৯ টি জেলায় নৌ-পুলিশ ফাঁড়ি ও ব্যারাক নির্মাণ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলায় সদরের আলুর বাজারে ১টি নির্মাণ ব্যয় হচ্ছে ৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

১৯ টি জেলায় নৌ-পুলিশ ফাঁড়ি ও ব্যারাক নির্মাণ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলায় মতলবের মহনপুরে ১টি নির্মাণ ব্যয় হচ্ছে ৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা। জেলায় পুলিশ সুপারের কার্যাালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রারণে কাজের নির্মাণ ব্যয় হচ্ছে ৩৫ লাখ ৭৯ হাজার টাকা।

চাঁদপুরে আনসার বিডিপি ’র ব্যারাক নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা। জেলা কারাগারের মহিলা কারারক্ষীদের ব্যারাক নির্মাণে ব্যয় হচ্ছে ৯০ লাখ ৬৬ হাজার টাকা।

বিটাক চাঁদপুরের অটোমোবাইল ও মেরিন ইঞ্জিন সপকে ছাত্রাবাসে রূপান্তরে ব্যয় হচ্ছে ৮৬ লাখ ৬ হাজার টাকা । মতলব দক্ষিণ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণে ব্যয় হচ্ছে ৩ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকা ।। মতলব উত্তর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণে ব্যয় হচ্ছে ৩ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকা ।

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল আলী চাঁদপুর টাইমসকে বলেন, ‘এসব প্রকল্প সরকারিভাবে অনুমোদিত। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া। সরকারি বিভিন্ন অধিদপ্তরের ভবন নির্মাণের প্রকল্পগুলো সরকারি কর্মচারীদের কাজের সুবিধা বৃদ্ধি করবে।’

সংবাদটি কপি করে বিনা অনুমতিতে অন্য গণমাধ্যমে প্রকাশ না করা অনুরোধ

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৪ : ৫৫ পিএম, ১২ জুন ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply