Home / চাঁদপুর / যাত্রী হয়রানী রোধে চাঁদপুর লঞ্চঘাটে ৯৯৯
৯৯৯

যাত্রী হয়রানী রোধে চাঁদপুর লঞ্চঘাটে ৯৯৯

লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি প্রতিরোধে চাঁদপুর পুলিশের উদ্যোগে খোলা হয়েছে অভিযোগ কেন্দ্র। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে মাদ্রাসারোডস্থ লঞ্চ ঘাটে নৌ-পুলিশ ফাঁড়িতে ৯৯৯ নাম্বারযুক্ত একটি বড়াকৃতির সাইনবোর্ড টানানো হয়েছে।

অঞ্চল ভিত্তিক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সু-শৃঙ্খল ব্যবস্থাপনা জোড়দারের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, চাঁদপুর ঘাট থেকে যাত্রী সাধারণ লক্ষ্যস্থলে যাওয়ার জন্য একটি সুবিন্যাস্ত যানবাহন ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। এমন কি একটি অভিযোগ কেন্দ্র ও খোলা হয়েছে যা বড় বিলবোর্ডের সাহায্যে মোবাইল নাম্বারসহ সাটিয়ে দেওয়া হয়েছে। যাতে কোন যাত্রি হয়রানির স্বীকার হলে উল্লেখিত ০১৯৭৫৫৬৬০০১এবং জাতীয় জরুরী ৯৯৯ নাম্বারে অভিযোগ করতে পারে।

এ সময় সদর থানা পুলিশ সার্কেল জাহিদ পারভেজ চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন, নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহেরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০১৯