৮৩ জন যাত্রীসহ আফগানিস্থানের গজনিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নং বিমানটি সোমবার আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল। দেহ ইয়াক অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময়ে বিমানটি ভেঙে পড়ে। ওই অঞ্চলটি তালিবান প্রভাবিত। এক প্রাদেশিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই প্রাদেশিক মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত কারণে বিমানটিতে আগুন লাগে। এতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে অনেক তালেবান সদস্য রয়েছে। তারা বিমানটিতে আরো আগুন লাগনো চেষ্টা করছে। এদিকে, আফগান বিশেষ বাহিনী ঘটনাস্থলে দ্রুত যাচ্ছে বলে বলা হয়। বিমানটির মালিকানা আরিয়ানা নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।
বার্তা কক্ষ, ২৭ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur