Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে। ২৭ জানুয়ারি (রবিবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় গৃদকালিন্দিয়া বাজারে ভোক্তা অধিকার আইনের ৯ এর ৫২ ও ৫৩ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী মজুদ করার দায়ে আজিজিয়া সুইটমিট এন্ড হোটেলকে ১০’হাজার টাকা এবং ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৭’হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কোন প্রতিষ্ঠানে এহেন পরিস্থিতি থাকলে অর্থ দন্ডের পাশাপাশি সাজাও দেওয়া হবে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, ফরিদগঞ্জ থানার এ এস আই মো. ইলিয়াছ উদ্দিন।

প্রতিবেদক : শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)