Home / উপজেলা সংবাদ / ‘৭ মে শাহরাস্তির ৬ ইউনিয়নে নির্বাচন’
‘৭ মে শাহরাস্তির ৬ ইউনিয়নে নির্বাচন’
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া।

‘৭ মে শাহরাস্তির ৬ ইউনিয়নে নির্বাচন’

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম : ‘ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে কাজ করতে হবে

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

এ সময় প্রধান অতিথি বলেন, আগামী ৭ মে শাহরাস্তি উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে দলীয় সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছি, সে লক্ষ্যে আগামী ৭ মে দলীয় সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে কাজ করতে হবে। আমরা জননেত্রী শেষ হাসিনাকে ৬টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে উপহার দেবো।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ শাহরাস্তির পূণ্যভূমি থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। সেজন্য আমরা শাহরাস্তি পৌরসভার নির্বাচনে দলীয় সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হাজী আবদুল লতিফকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। সেলক্ষ্যে আগামী ৭ মে শাহরাস্তির ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের বিজয়ে কাজ করতে হবে। যারা সাংগঠনিক নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সকল কর্মকান্ডের সুযোগ নিয়ে দলের বিরুদ্ধে অবস্থান করে দলের প্রার্থীদের বিরুদ্ধে চারণ করবেন, তা হতে দেওয়া হবে না।

বিশেষ অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী (দুলাল) বলেন, সাংগঠনিকভাবে যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে একজনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন আপনারা সম্মানের সাথে মনোনয়ন প্রত্যাহার করুন। নাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হবেন না। সেক্ষেত্রে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, দল ও দলীয় প্রার্থীও ক্ষতিগ্রস্ত হবে।

বর্ধিত সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সম্পাদক নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ইউ.পি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ আউয়াল মজুমদার, আবদুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াছ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সফিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সহ দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুর রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম শোয়েব দেওয়ান, চিতোষী পূর্ব ইউ.পি চেয়ারম্যান ও দলীয় ইউ.পি চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ পাটওয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় ইউ.পি চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি কামাল হোসেন, তরুনলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন প্রমুখ।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশন : শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া।

‘৭ মে শাহরাস্তির ৬ ইউনিয়নে নির্বাচন’

About The Author

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট

||আপডেট: ০৮:৪৮  অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০১৬, শনিবার

চাঁদপুর টাইমস /এমআরআর

 

Leave a Reply