Home / শিল্প-সাহিত্য / বাবার কাছে ৭ বছরের শিশুর দু’টি প্রশ্ন
বাবার কাছে ৭ বছরের শিশুর দু’টি প্রশ্ন
প্রতীকী ছবি

বাবার কাছে ৭ বছরের শিশুর দু’টি প্রশ্ন

(১) পরের বাড়িত থাইক্যা কি লেখা-পড়া করন যায়?
(২) আব্বু, তুমি মরলে কি আমারে তোমার সাথে কবরে নিবা?

এই প্রশ্ন দুটির কোন উত্তর নেই- যখন মাফিয়া সম্রাটের নাতিনের গর্ভের সন্তানের মূখ হতে এ প্রশ্ন বের হয় ।
যখন জঙ্গি আর মাফিয়া এক হয়ে একটা শিশুর মাকে ব্যবহার করে অস্ত্র, মাদক, বহন করায়।
যখন মাফিয়া সম্রাটের নির্দেশে এক বছরে একাধিক ভূয়া পাসপোর্ট হয় এক জংগির স্ত্রীর।
যখন মাফিয়া সম্রাট নিজ এলাকার বিবাহিত মহিলাদের নিয়ে বারবার কুমারী বিয়ের আয়োজন করে।
যখন মাফিয়া সম্রাটের এলাকার জলদস্যু রহ্ম আলীর সন্তানেরা বার বার শিশূটিকে অপহরণের চেষ্টা করে ।

যখন মানবাধিকার আলী, জেন্ডার বিবিরা পতিতা আর পতিতার দালাল অ সর্দানীদের চরিত্রে নিজেদের বিলিন করে দিয়ে বলে, “দেহ যার, সে যাকে ইচ্ছা দেহ বিলিয়ে দিবে” তাতে অন্যের প্রশ্ন তোলা কেনো?

যখন মাফিয়ার এলাকার সকল কাজী (ম্যারেজ রেজিষ্ট্রার) এর কাছে অনুসন্ধান করেও ৬০/৭০ লোকের উপস্থিতিতে অনুষ্টীত হওয়া বিয়ের কাবিনের নকল তো দূরের কথা, কোন কাজী বিয়ের কাবিন করেছে – ডজন ডজন রহম আলীর সন্তনের মাধ্যমে চেষ্টা করেও এই তথ্যটা বের করা যায় না ।

পৃথিবীতে কতো আশ্চর্য ঘটোনাই ঘটে। এমন ঘটোনা ঘটে না যে —- একটা মহিলাকে বারবার কুমারী লিখে বিয়ে দেওয়া — এটা কেবল বাংলাদেশের মাফিয়া সম্রাটের এলাকাতেই ঘটা সম্ভব।

যার গায়ের চামড়ায় রঙ লাগানো থাকে এক সময়ের জনপ্রিয়তার । যার হাজার কোটী টাকা থাকার পরেও প্রয়োজন হয় রাস্তার ৫ টাকার পতিতার কাছ থেকেও ভাগ নেয়ার ,। সেজন্য মহিলা জঙ্গিকে পতিতা বানাতে দ্বিধা নেই তার।

যেখানে আইন কাগজের অভাবে অসহায়- সেখানে প্রয়োজন পড়ে প্রকৃতির বিচারের, আজ যদি মেঘনা – ধোণাগোডা পাড়ের মেয়েদের গণ তালাক হওয়া শুরু হয়- কেউ আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না । বরং মাফিয়া সম্রাট খুশিই হবেন – ওনার প্রতারণা ব্যবসসার, পতিতা ব্যবসার, ইয়াবা ব্যবসার, অস্ত্র বাহকের কর্মীর সংখ্যা বিনা চেষ্টায় বাড়বে।

তবে, আইন অন্ধ হয়, জনতার রোষ অন্ধ হয় না। তা অত্যাচারের চরম সীমায় পৌছে গেলে ঠিক জায়গা মতোই পড়ে।

লেখক- মাহমুদুল হাসান : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply