১৯৪৭ এ বিশ্ব মানচিত্রে সৃষ্টি হয় দুটি রাষ্ট্রের ভারত ও পাকিস্তান। এটাই এখন পর্যন্ত মনে রেখেছে বিশ্ব। ১৯৪৭ সালকে অন্য কারণে মনে রেখেছে চাঁদপুর শহরের দুটি পরিবার।
কারণ ১৯৪৭ সালে দায়ের হওয়া জমি সংক্রান্ত এক মামলা চতুর্থ প্রজন্মে এসে রায় মিলেছে, তারপরেও নিষ্পত্তি হয়নি এ মামলা।
এ মামলা চালিয়ে বাদী-বিবাদীর তিন প্রজন্ম ২০ জনের বেশি মানুষ এরইমধ্যে চলে গেছেন না ফেরার দেশে, যাতে রয়েছেন আইনজীবীও। তারপরেও চতুর্থ প্রজন্ম মামলাটির সমাদান পায়নি।
এরইমধ্যে রায় হয়েছে, হাইকোর্টে। তবে, এখনও আপিল-রিভিউ মিলে চূড়ান্ত বিচার প্রক্রিয়া শেষ হতে কতোদিন লাগবে, সে হিসাব মেলাবে কে?
এমন বিরল দীর্ঘসূত্রতাকে দুঃখজনক বলছেন, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ।
৩ একর ৭৫ শতক জমির জন্য ১৯৪৭ সালে মামলা করেন কলিম উদ্দিন পাটওয়ারী নামে এক ব্যক্তি। বিবাদী করা হয় আব্দুল হাকিমকে। কুমিল্লা আদালতে করা সেই মামলার খোঁজ ১৯৬৭ পর্যন্ত রাখেনি কেউই।
সেই মামলা নিম্ন আদালতে নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। এরপর আবারও ৪৪ বছরের নীরবতা। ২০১৮ সালে এসে সেই মামলা নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।
সম্ভবত দেশের বিচারিক ইতিহাসে এত দীর্ঘ মামলা পাওয়া দুষ্কর। যার নিষ্পত্তি হওয়ার আগে পরকালে তিন প্রজন্ম। চতুর্থ প্রজন্ম এসে বলছে আবারও সেই হতাশার কথা। কারণ এ মামলায় এখনো বাকি আপিল ও রিভিউ।
শফিক আহমেদ জানান, তিনি আইনমন্ত্রী থাকার সময় এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সৌজন্যে..ভিডিও
বার্তা কক্ষ