চাঁদপুরের ফরিদগঞ্জে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হচ্ছেন ফরিদগঞ্জ সোনালী ব্যাংক কর্মকর্তা (২৯), পৌর এলাকার পশ্চিম বড়ারী গ্রামের (৬৫), ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের (৬৫), ৬নং গুপ্টি ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের (৮০), ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের চরপাড়া গ্রামের (৫০) ও ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের সাবেক মহিলা মেম্বার (৫২) (নাম প্রকাশ করা হয়নি)।
২৭ জুন শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করে। এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ২৪ টি রিপোর্টের মধ্যে ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, ফরিদগঞ্জে বৃহস্পতিবারন রাত ১১ টায় আসা ২৪ রিপোর্টের মধ্যে ৬টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৩৬৪ টি রিপোর্টের মধ্যে ৩০৯ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৮১ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন এবং ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৫৫ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ২৭ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur