Home / চাঁদপুর / ৫ মে বর্ধিত ৪% কর্তনের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
teacher
প্রতীকী ছবি

৫ মে বর্ধিত ৪% কর্তনের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁদপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বর্ধিত ৪% কর্তনের প্রতিবাদে রোববার (৫ মে) বিকেল সাড়ে ৪ টায় শপথ চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দেশের ১০ টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন ’কেন্দ্রিয় কমিটির ঘোষিত কর্মসূচির আলোকে চাঁদপুরে শিক্ষক সংগঠনগুলো জেলা সদরে রোববার এ কর্র্মসূচি পালন করবে।

বুধবার (১ মে) বিকেলে চাঁদপুরে ইন্টারন্যাশাল মাল্টিমিডিয়া স্কুলে ও সকালে মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।

মতলবে বাকশিস নেতা প্রভাষক জসীম উদ্দীনের সভাপতিত্বে ও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন ও প্রধানশিক্ষক গাজী মো.ইছহাক ।

অন্যদের মধ্যে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ, এটিএম মাহাবুবুর রহমান, অমেলেন্দু সরকার,জহিরুল ইসলাম, মো.ইকবাল হোসেন,খন্দকার ফয়জুল আলম,নুরুজ্জআমান,স্বরূপা নন্দ,অমৃত লাল বিশ্বাস,মনীন্দ্র কুমার ও মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেলে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা শিক্ষক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফায়াৎ আহম্মেদ ভূঁইয়া,কেন্দ্রিয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন,কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ ,অধ্যক্ষ আবদুল মালেক সদরের সভাপতি কানিজ বতুল চৌধুরী,জেলার সহ-সভাপতি আবদুল গনি ও সহ-সভাপতি মোজাম্মেল হোসেন ।

আরো বক্তব্য দেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মতলব দক্ষিণের সভাপতি আলী আক্কাছ,হাইমচরের সভাপতি আবুল খায়ের,ফরিদগঞ্জের আহ্বায়ক মোস্তফা জামান, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম রতন,জেলা অর্থ-সম্পাদক ফয়েজুল হক ফয়েজ,মো.বাবুল হোসেন,সদরের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মনসুর আহম্মেদ। বক্তাগণ কেন্দ্রিয় কর্মসূচির মানববন্ধন সফল করার আহবান জানান।

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০১৯