নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুনের ঘটনায় নাজমা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শরীয়তপুর জেলারা ডামুরডা এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নাজমা শরীয়তপুর জেলারা ডামুরডা এলাকার শাহজাহানের স্ত্রী।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, ভোরে শরীয়তপুরের ডামুরডা এলাকা থেকে নাজমাকে আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও জানান, নাজমাকে কিছুক্ষণের মধ্যে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে পাঁচজনকে হত্যার ঘটনায় শনিবার রাতেই ঘটনাস্থল থেকে মাহফুজকে আটক করে পুলিশ। সোমবার মাহফুজকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে আনে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার একটি বাসা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ এবং জা লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মাথায় ভোতা অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
নিউজ ডেস্ক || আপডেট: ০১:২৪ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur