Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে আগুনে পুড়লো তিন বসতঘর : ক্ষয়ক্ষতি ৩ লাখ
Fire-আগুন
ফাইল ছবি।

হাজীগঞ্জে আগুনে পুড়লো তিন বসতঘর : ক্ষয়ক্ষতি ৩ লাখ

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের বকাউল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ঘরগুলো বকাউল বাড়ির মোবারকের ছেলে শাহাদাত হোসেন (২৫), খোরশেদ আলম (২৮) এবং একই বাড়ির মোর্শেদ আলমের বসতঘর।

প্রত্যক্ষদর্শী কবির হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে প্রথমে শাহাদাতের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন নিভাতে গিয়ে শাহাদাত ও খোরশেদ আহত হন।’

শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের টিনের দোচালা ঘরগুলো পুড়ে গেছে। এখন আমাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।’

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার জানান, ‘আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 || আপডেট: ০১:৪৪ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর