Home / চাঁদপুর / চাঁদপুরে ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনা শনাক্ত
আইসোলেশনে

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ২৬ জুলাই রোববার সকালে ১০২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৫১টি রিপোর্ট করোনা নেগেটিভ।

এর মধ্যে চাঁদপুর সদরের ২৭জন, হাইমচরের ১জন, মতলব উত্তরের ১জন, মতলব দক্ষিণের ৮জন, ফরিদগঞ্জের ৫জন, হাজীগঞ্জের ৫জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ৩জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে করোনার উপসর্গে মৃত ফরিদগঞ্জের হোসাইন মাহমুদ (৪০)ও রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮৩জন।

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৮৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬৫০জন, ফরিদগঞ্জে ১৯০জন, মতলব দক্ষিণে ১৯০জন, শাহরাস্তিতে ১৬৪জন, হাজীগঞ্জে ১৫৯জন, মতলব উত্তরে ১৩২জন, হাইমচরে ১২৫জন ও কচুয়ায় ৭৩জন।

জেলায় মোট ৭২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, রোববার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৬৩৫৬টি। রিপোর্ট এসেছে ৬২২০টি। রিপোর্ট অপেক্ষমান ১৩৬টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৬৮৩জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৯৯৫জন। চিকিৎসাধীন আছেন ৬১৬জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৬৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৮জন।

এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯৯৯৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭২৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৭৩৮জন।

স্টাফ করেসপন্ডেন্ট,২৬ জুলাই ২০২০