Home / সারাদেশ / ৪৩ ঘণ্টা অন্ধকারে থাকবে বান্দরবান
biddutkandro
প্রতীকী ছবি

৪৩ ঘণ্টা অন্ধকারে থাকবে বান্দরবান

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামের দোহাজারী গ্রিড উপ-কেন্দ্রের উন্নয়ন কাজ চলছে। এ কারণে ২৬ মার্চ রাত ১০ থেকে আগামী ২৮ মার্চ বিকেল ৫টা পর্যন্ত ৪৩ ঘণ্টা বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি দোহাজারী গ্রিড উপ-কেন্দ্রের ২৮/৪০ এমভিএ ট্রান্সফরমারের পরিবর্তে ৫০/৭৫ এমভিএ দুটি নতুন ট্রান্সফরমার স্থাপন ও ৩৩ কেভি বাস পরিবর্তনসহ বাস সেকশনালাইজার নতুন একটি ৩৩ কেভি বাস পিটি, পাওয়ার ট্রান্সফরমারের সেকেন্ডারি সিটি স্থাপনের কাজ চলছে। প্রথম পর্যায়ে স্থাপনের কাজ সম্পন্ন হলেও দ্বিতীয় পর্যায়ে স্থাপনের কাজের জন্য শনিবার রাত ১০টা থেকে আগামী সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি জানান, যথা সম্ভব কাপ্তাইয়ের লাইন থেকে বিদ্যুৎ সচল রাখার চেষ্টা করা হবে।

||আপডেট: ০৯:০৩  অপরাহ্ন, ২৬ মার্চ ২০১৬, শনিবার

চাঁদপুর টাইমস /এমআরআর