Home / সারাদেশ / ৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
BCS

৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে কমিশন সভায় ওই ফলাফল অনুমোদন দেয়া হয়।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০১৯ সালে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথম ধাপে সাড়ে ৪ হাজার এবং ২০২০ সালে মে মাসে আরও অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং চলমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার নতুন করে পরীক্ষা নিয়ে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়।

তারই অংশ হিসাবে ২০২০ সালের ৭ ডিসেম্বর ৪২তম বিশেষ বিসিএসের সার্কুলার প্রকাশিত হলে সাড়ে ৩১ হাজার আবেদনপত্র জমা পড়ে। পরে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়।

বার্তা কক্ষ , ১১ সেপ্টেম্বর ২০২১

এজি