বাংলাদেশের সুন্দরবনে আগুন লাগার প্রায় ৩ দিন পেরিয়ে গেলেও, এখনো তা জলছে। বুধবার বিকেলের দিকে বনের তুলাতলা এলাকায় জঙ্গলে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বরং তা উত্তর দিকে প্রবহমান বলে জানিয়েছেন বাগেরহাট জেলার ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা মানিকুজ্জামান মানিক। তিনি বলেন প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে।
এক মাসের মধ্যে বনে এটা চতুর্থ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জন্য আবারও স্থানীয়দের দায়ী করছেন কর্মকর্তারা।
বুধবার বিকাল ৪টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়।
বাগেরহাট, শরণখোলা ও মোড়েলগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা শুরু করেন বিকেল থেকেই।
এই আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না বনবিভাগ। তবে অগ্নিকাণ্ডের জন্য আবারও স্থানীয়দের দায়ী করছেন কর্মকর্তারা।
বন সংরক্ষক তপন কুমার দে অবশ্য আগুন নিভে গেছে বলে দাবি করেন। তিনি বলেন, যারা অবৈধভাবে জ্বালানী কাঠ ও ঘাস সংগ্রহ করে তারাই বনে আগুন লাগিয়ে দিয়েছে। এর আগে অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্তরাই বারবার এই ঘটনা ঘটাচ্ছে বলেও তিনি জানান।
আগুনের ঘটনায় তদন্ত একটি কমিটি করা হয়েছে। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে।
এর আগে গত ২৭ মার্চ ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন লাগে। পরে এপ্রিলে ১৩ ও ১৮ তারিখে একই স্থানে আবারও আগুনের ঘটনা ঘটে।
ওই ঘটনায় একাধিক মামলা করে বনবিভাগ। তবে অভিযুক্তদের কাউকে ধরতে পারেনি পুলিশ।
বিবিসি সূত্রে নিউজ ডেস্ক : আপডেট ৭:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur