বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মহেশখালীতে একটি এলএনজি চালিত ৩,৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। সেজন্য মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বিপিডিপি।
বিপিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ ও জিই পাওয়ার প্রেসিডেন্ট রাসেল স্টোকস বুধবার ঢাকায় বিদ্যুৎ ভবনে নিজ নিজ পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।এতে সব মিলিয়ে ৪,৪০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বিপিডিবি।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।
জিই এর সুইজারল্যান্ড শাখা এ যৌথ মালিকানা উদ্যোগের ৩০ শতাংশের মালিক হবে। বিপিডিবি’র মালিকানা হবে ৫১ শতাংশ। বাকি ১৯ শতাংশ সম্ভাব্য বিনিয়োগকারীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় ৫,৬০০ একর জমির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১,৬০০ কোটি মার্কিন ডলার এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৮০০ কোটি মার্কিন ডলার।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur