Home / শিক্ষাঙ্গন / কোচিং -নোট-গাইড নিষিদ্ধ করে শিক্ষা আইন
education law

কোচিং -নোট-গাইড নিষিদ্ধ করে শিক্ষা আইন

কোচিং ব্যবসা বন্ধসহ নোট ও গাইড বই নিষিদ্ধ করে চূড়ান্ত করা হচ্ছে সমন্বিত শিক্ষা আইন। খসড়া আইনে এই বিষয় বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘আইনের খসড়া পরীক্ষায় গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি’র সভাপতি জাবেদ আহমেদ।

জাবেদ আহমেদ বলেন, ‘আগের খসড়ায় যেভাবে কোচিংবন্ধসহ নোট ও গাইড বই নিষিদ্ধ ছিল তা থাকছে সমন্বিত সমন্বিত শিক্ষা আইনে।’

গত মঙ্গলবার(১০জুলাই) আইনের খসড়া পরীক্ষায় গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা সংক্রান্ত সব আইন একসঙ্গে সমন্বিত করে শিক্ষা আইন চূড়ান্ত করা হবে।

জাবেদ আহমেদ বলেন, মন্ত্রিসভার দেওয়া পর্যবেক্ষণ অনুযায়ী আমরা সব আইনগুলোকে সংযোজন করে খসড়া চূড়ান্ত করব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবিত আইনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব এমন আইন, বিধি, প্রবিধান ও রীতি রয়েছে সেসব সমন্বয় করে আইন হবে। তবে এতে সময় লাগবে।’

জানা গেছে, শিক্ষা আইনের খসড়া ঠিক করতে মন্ত্রিসভা তিন দফা ফেরত পাঠায় শিক্ষা মন্ত্রণালয়কে। শেষবারে শিক্ষা সংক্রান্ত সব আইন সমন্বয় করতে পর্যবেক্ষণ দেয় মন্ত্রিসভা।

Leave a Reply