Wednesday, 27 May, 2015 04:30:04 AM
আবদুল গনি :
আগামী ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস। এটি আন্তজাতিক নারী দিবস উপলক্ষে আমাদের দেশেও ১৯৮৭ সাল থেকে পালিত হয়ে আছে।
প্রসবকালে মায়ের মৃত্যুহার কমানো ও সন্তানের ভবিষ্যৎ গড়তে মায়ের বিকল্প কিছু নেই এমন কিছু সচেতনমূলক স্লোগানকে সামনে রেখে পালিত হয় দিবসটি। এ লক্ষ্যে কাজ বর্তমানে মাতৃমৃত্যু হার প্রতি লাখে ৩২২ থেকে ১৯৪ তে আনা হয়েছে।
২০১৫ সাল নাগাদ এই হার লাখে ১৪৩-এ আনার জন্য কাজ করছে সরকারি আধাসরকারি ও বিভিন্নি স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলো। বর্তমান প্রধানমন্ত্রী ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর এ উন্নতির জন্য নিউইয়র্কে জাতিংসংঘের এমডিজি পুরস্কার প্রাপ্ত হয়েছেন ।
তবে শহর অঞ্চলের চেয়ে গ্রামের হার এখনও বাড়েনি। সেই দিকে দৃষ্টি রেখে কাজ করতে হবে সবাইকে। অবশ্য গ্রামের বাড়িতে, বাড়তে প্রসব সেবা দেয়ার জন্য এর মধ্যে ৬৬৫ জন মাঠ কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর সংখ্যা আরো বৃদ্ধি প্রয়োজন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।