২৫ কোটির বিনিময়ে সানির পর এবার অশ্লীল বিজ্ঞাপনে কাজল

মাসখানেক আগে কনডমের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন বলিউড সেলিব্রেটি সানি লিওন। তার দেখানো পথে এবার একই পণ্যের মডেল হচ্ছেন তামিল এবং তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।

ফিল্মিবিটের এক প্রতিবেদনে এখবর জানিয়ে বলা হয়েছে, এ বিজ্ঞাপনের জন্য তিনি আড়াই কোটি রুপি দাবী করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২-৩ মিনিটের এই বিজ্ঞাপনে কাজল নাকি ইতোমধ্যেই ১ কোটি রুপির চেক হাতে পেয়েছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই কখনও ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় উপস্থিত হননি কাজল। এমনকি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালকদের শর্ত জুড়ে দিতেন বিকিনি পরে কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন না তিনি।

তবে কনডমের বিজ্ঞাপন করলেও নিজের ব্যক্তিত্বের বিপরীতে যাচ্ছেন না বলিউড এর এই নতুন সেনসেশন।
আর এজন্য কাজল নাকি বেশকিছু শর্ত জুড়ে দিয়েছেন নির্মাতাদের।

এ শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এমন কোনো পোশাক তিনি পরবেন না যাতে ত্বক অতিরিক্ত দেখা যায়।
বর্তমানে বিজ্ঞাপনের পাশাপাশি ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বিভিন্ন শপিংমলের উদ্বোধনীতে ব্যস্ত রয়েছেনকিছুই করতে হয়েছে তাকে। এখনও তিনি সংগ্রাম করে যাচ্ছেন।

Share