বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সোমবার (২৬ ফেব্রুয়ারি ) শুরু হবে। যা ১২ মার্চ পর্যন্ত চলবে। এতে ১ হাজার ৩শ’৩৯ সেনা সদস্য অংশ নেবেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি ) কালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমদ। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা মেজর ক্যাসেঞ্জ জেসিকি।
ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমদ বলেন,‘ রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ‘অনুশীলন শান্তিদূত-৪’ নামে এ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড। এতে পৃষ্ঠপোষকতা করেছে অপারেশনস ইনিশিয়েটিভ । এর আগে বাংলাদেশে ২০০২, ২০০৮ এবং ২০১২ সালে এ ধরনের প্রশিক্ষণ হয়েছে।’
তিনি বলেন, ‘৪১টি দেশকে আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত ২৪টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বসনিয়া-হার্জেগোভেনিয়া, কম্বোডিয়া, কানাডা, ফিজি, ঘানা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, জর্ডান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পেরু, ফিলিপাইন, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরালিওন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।’
এ প্রশিক্ষণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী।( আমাদের সময় )
বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৭:৩৫ পিএম ২৪ ফেব্রুয়ারি ২০১৮,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur