Sunday, April 26, 2015 2:07:22 PM
চাঁদপুর টাইমস ডট কম
২৫ ঘন্টা না পেরুতেই শনিবারের পর আজ রোববারও রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ১২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলম। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং মাত্রা সম্পর্কে তিনি জানাতে পারেননি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (ইউজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের কোদারি অঞ্চলের কাছে। রিক্ট্রার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে গতকাল ৭ দশমিক ৯ এবং ৬ দশমিক ৪ মাত্রার দু’দফা ভূমিকম্পে দেশের কয়েকটিস্থানে ভবন হেলে পড়ে। আর ভূমিকম্পে বিদ্ধস্ত নেপালে মারা গেছে প্রায় দুই হাজার লোক। ওই ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল নেপাল।
চাঁদপুর টাইমস/এএস/ডিএইচ/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur