চাঁদপুর

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ২৪ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৮৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৭৩টি রিপোর্ট করোনা নেগেটিভ।

এর মধ্যে মতলব দক্ষিণের ৮জন, চাঁদপুর সদরের ৩জন, ফরিদগঞ্জের ১জন, মতলব উত্তরের ১জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। তবে এ দিন কাউকে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়নি।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৮০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২২৮০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯১৯জন, ফরিদগঞ্জে ২৫৯জন, মতলব দক্ষিণে ২৫৩জন, শাহরাস্তিতে ২২৩জন, হাজীগঞ্জে ১৯৭জন, মতলব উত্তরে ১৯২জন, হাইমচরে ১৫২জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৪ সেপ্টেম্বর ২০২০

Share